bdstall.com

অ্যাপলকে সরিয়ে হুয়াওয়ে এখন দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান

বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান এখন চাইনিজ কোম্পানী হুয়াওয়ে৷ এতদিন এই জায়গাটি টেকজায়ান্ট অ্যাপলের দখলে থাকলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলকে হটিয়ে স্যামসাং-এর পরেই চলে আসে হুয়াওয়ে৷ আইডিসির মতে, কোম্পানীটি প্রায় ৫৪.২ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি করেছে ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে৷ অপরদিকে সবার অপরে থাকা স্যামসাং বিক্রি করেছে ৭১.৫ মিলিয়ন মোবাইল ফোন এবং দুই থেকে তিনে চলে যাওয়া অ্যাপলের মোট বিক্রির পরিমান ছিল ৪১.৩ মিলিয়ন৷ চীনের মোবাইলের বাজারে ইতোমধ্যেই একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে হুয়াওয়ে৷ তাদের ফ্ল্যাগশিপ মডেল পি২০ প্রায় ৭ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে পুরো বিশ্বে৷ স্ট্রাটেজি অ্যানালাইটিক্স এর তথ্যানুসারে, হুয়াওয়ের নোভা এবং ওনার সিরিজের মিড রেন্জ মূল্যের স্মার্টফোনগুলো এশিয়া এবং ইউরোপে ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে৷ তবে বিশ্লেষকদের মতে হুয়াওয়ের এই জয়টি কেবল সাময়িক৷ কেননা অ্যাপল সাধারণত বছরের শেষ প্রান্তিকে খুবই ভালো ব্যবসা করে কারণ এসময় তাদের নতুন স্মার্টফোনগুলো বাজারে আসে৷ কিন্তু বাস্তবিক অর্থে এখানে পরাজিত স্যামসাং৷ কোম্পানীটির চলতি বছরে মার্চ মাসে বাজারে আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৯ বাজারে খুব একটা ভালো ব্যবসা করে উঠতে পারেনি৷

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 05, 2018
Reviews (0) Write a Review