bdstall Stall Magazine Login

ভিভোর নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে

তারিখ : ফেব্রুয়ারি ১৫, ২০১৮, বৃহস্পতিবার

কিছুদিন আগেও এই গুজবটি ছিল যে অ্যাপল তাদের নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ডিসপ্লের নিচেই সেট করবে। কিন্তু অ্যাপল সেটি না করে ফেস আইডি সিকিউরিটি সিস্টেম নিয়ে এলো। কিন্তু চাইনিজ স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো নতুন একটি ফোন আনতে যাচ্ছে যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এর ডিসপ্লের নিচে। নতুন এই ফোনটিতে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে যার রেজুলেসন হবে ২১৬০ ১০৮০। পেছনে থাকবে ১২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা এবং সামনে থাকবে ১২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।

 

 

স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর থাকবে ফোনটিতে। এছাড়াও বিল্ট-ইন স্টোরেজ থাকবে ১২৮ জিবি এবং র‍্যাম থাকবে ৪ জিবি। ২০১৮ সালেই চায়নার বাজারে পাওয়া যেতে পারে ভিভোর এই নতুন স্মার্টফোন। যার মূল্য হবে ৬২৪ ডলার।

 

 

স্মার্টফোনের মূল্য তালিকা

 

 

অন্যান্য পোস্ট

অ্যাপলকে সরিয়ে হুয়াওয়ে এখন দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান
আসছে গুগলের জেবিএল লিঙ্ক বার সাউন্ড সিস্টেম
সম্পুর্ন ফ্রি ভোকেশনাল ট্রেনিং
ভিভোর নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে
ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮

ম্যাগাজিন বিভাগ