bdstall Stall Magazine Login

রবোটিক ভ্যাকুয়াম ক্লিনার

তারিখ : দশম্বার ২৮, ২০১৭, বৃহস্পতিবার

রবোটিক ভ্যাকুয়াম ক্লিনার হল একধরনের রোবট যা আপনার ঘরকে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করতে সক্ষম। এগুলোর মধ্যে ভ্যাকুয়াম ক্লিনার এবং ব্রাশ থাকে যার সাহায্যে এটি আপনার রুমের প্রতিটি কোনাসহ রুমকে পরিষ্কার করতে পারে। এই রোবটগুলোকে দূর থেকে স্মার্টফোনের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়। এগুলোর আকার অনেকটা প্লেটের মত হয় এবং নিচু হওয়ার কারণে এরা আপনার খাট কিংবা টেবিলের নিচে সহজেই প্রবেশ করতে পারে এবং ফ্লোরে থাকা ময়লা তুলে নেয়। এর সামনের অংশে একটি সেন্সর থাকে যা সামনে কোন বস্তু থাকলে সেটিকে এড়িয়ে যেতে পারে। ভ্যাকুয়াম ক্লিনার গুলোর মধ্যেই একটি ডাস্টবিন থাকে যেটিকে সহজেই খুলে পরিষ্কার করা যায়। 

 

ভ্যাকুয়াম ক্লিনারের মূল্য দেখুন এখানে

 

কিছু অত্যাধুনিক রোবটকে আবার আপনার ফোন থেকেই অ্যাপ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এগুলো আপনার রুমের যে জায়গাগুলো সবচেয়ে বেশি ময়লা হয় সেগুলোকে মনে রাখতে পারে এবং সে জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পরিষ্কার করে। এমনকি কখনও যদি পরিষ্কার করার মাঝখানেও চার্জ শেষ হয়ে যায় তাহলে এটি মনে রাখতে পারে কোথায় এটি সর্বশেষ পরিষ্কার করেছিল এবং সেখান থেকেই আবার শুরু করতে পারে।

 

 

 

অন্যান্য পোস্ট

আসছে গুগলের জেবিএল লিঙ্ক বার সাউন্ড সিস্টেম
সম্পুর্ন ফ্রি ভোকেশনাল ট্রেনিং
ভিভোর নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে
ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮
বিদ্যুতের সাহায্যে তৈরি করুন কৃত্তিম ফায়ার প্লেস

ম্যাগাজিন বিভাগ