bdstall Stall Magazine Login

আসছে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

তারিখ : নবমবার ২১, ২০১৭, মঙ্গলবার

কিছুদিন আগে অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন আইফোন এক্স বাজারে এনেছিল যার মূল্য ছিল প্রায় ১০০০ ডলার। স্মার্টফোনের পেছনে ১০০০ ডলার খরচ করা অনেকের জন্যই একটু ব্যয়বহুলই বটে। তবে চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৫টি নিয়ে আসছে যার মূল্য শুরু হবে মাত্র ৪৯৯ ডলার থেকে। এটি নতুন আইফোনের মূল্যের প্রায় অর্ধেক। কিন্তু এরপরও ওয়ানপ্লাসের এই ফোনে থাকবে প্রিমিয়াম মেটাল ডিজাইন, ১৮ঃ৯ এজ-টু-এজ স্ক্রিন এবং ফেস লক সিস্টেম। 

 

ওয়ানপ্লাস মোবাইলের মূল্য তালিকা

 

দুটো ভার্সনের একটিতে থাকবে ৬৪ গিগাবাইট মেমোরি এবং ৬ গিগাবাইট র‍্যাম যার মূল্য হবে ৪৯৯ ডলার ও ১২৮ গিগাবাইট মেমোরি এবং ৮ গিগাবাইট র‍্যামের মডেলটির মূল্য হবে ৫৫৯ ডলার। ৬.০১ ইঞ্চি ডিসপ্লেতে থাকবে ২১৬০ x ১০৮০ পিক্সেল রেজুলেসন। এছাড়াও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ডুয়াল সিম, ৩,৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

 

আইফোনের মূল্য দেখুন এখানে

 

পেছনে দুটো ক্যামেরার মধ্যে একটিতে থাকবে ১৬ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর এবং অপরটিতে থাকবে ২০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। 

 

স্মার্টফোনের মূল্য তালিকা

 

 

অন্যান্য পোস্ট

অ্যাপলকে সরিয়ে হুয়াওয়ে এখন দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান
আসছে গুগলের জেবিএল লিঙ্ক বার সাউন্ড সিস্টেম
সম্পুর্ন ফ্রি ভোকেশনাল ট্রেনিং
ভিভোর নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে
ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮

ম্যাগাজিন বিভাগ