bdstall.com

গুগল ম্যাপে দেখুন যানজটের অবস্থা

গুগলের ম্যাপ সেবাটি ইতোমধ্যেই বিভিন্ন প্রয়োজনীয় কার্যকর সুবিধার কারনে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ম্যাপে বিভিন্ন সুবিধার পাশাপাশি রিয়েল টাইম ট্র্যাফিক দেখার ফিচারটিও যুক্ত করেছে গুগল। সম্প্রতি বাংলাদেশ থেকেও এই সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। 

 

 

এন্ড্রয়েড স্মার্টফোনের মূল্য তালিকা

 


বাংলাদেশের কোন রাস্তায় ট্র্যাফিক জ্যাম রয়েছে কিংবা কোন সড়কে ধীর গতিতে গাড়ি চলছে এছাড়াও কোন সড়ক একেবারে যানজট নেই তাও দেখা যাচ্ছে গুগল ম্যাপে। 

 

 

আইফোনের মূল্য তালিকা

 

 

যেসব রাস্তায় কোন জ্যাম নেই সেগুলোতে সবুজ রঙের একটি রেখা দেখা যাচ্ছে এবং যেসব রাস্তায় গাড়ির গতি কিছুটা কম সেখানে কমলা রঙের একটি রেখা দেখা যাচ্ছে। এছাড়াও যেসব রাস্তায় তীব্র যানজট লেগে আছে সেখানে লাল রঙের একটি রেখা দেখা যায়।

 

ম্যাপের এই সুবিধাটি চালু করতে আপনার এন্ড্রয়েড, আইওএস কিংবা কম্পিউটারের ম্যাপ অ্যাপ থেকে মেনুতে গিয়ে ট্র্যাফিক অপশনটি এনাবল করে দিন। 

 

 

আরও পড়ুনঃ অফলাইনেও দেখুন গুগল ম্যাপ

               এখন থেকে বাংলাদেশ দেখা যাবে গুগল স্ট্রীটভিউয়ে

 

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 14, 2017
Reviews (0) Write a Review