bdstall Stall Magazine Login

নকিয়ার নতুন ফ্ল্যাগশিপ নকিয়া ৮

তারিখ : জুলাই ১৯, ২০১৭, বুধবার

এই বছরেই নকিয়া তাদের জনপ্রিয় ফোন ৩৩১০ এবং কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে আবারো মোবাইলের বাজারে ফিরে এসেছে। কিন্তু নকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো তেমন একটা সাড়া ফেলতে পারেনি। তবে এবার নকিয়া আবারো তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নকিয়া ৮ নিয়ে আসছে। ইতোমধ্যেই ইন্টারনেটে এই ফোনের ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে এই ফোনটিকে নীল এবং ধূসর এই দুটো রঙ্গে এবং পেছনে দুটো ক্যামেরা ও একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে লম্বালম্বি ভাবে একই লাইনের মধ্যে দেখা যাচ্ছে। এর স্ক্রিনকেও দুই পাশে একটু বাঁকা বা কার্ভড দেখা যাচ্ছে। 

 

নকিয়া এবং অন্যান্য মোবাইলের বর্তমান মূল্য তালিকা

 

নকিয়া ৮ এ থাকতে পারে ৫.৩ ইঞ্চির একটি স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট, ৪/৬ গিগাবাইট র‍্যাম, অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেম ও ১৩ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। 

 

 

অন্যান্য পোস্ট

আসছে গুগলের জেবিএল লিঙ্ক বার সাউন্ড সিস্টেম
সম্পুর্ন ফ্রি ভোকেশনাল ট্রেনিং
ভিভোর নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে
ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮
বিদ্যুতের সাহায্যে তৈরি করুন কৃত্তিম ফায়ার প্লেস

ম্যাগাজিন বিভাগ