bdstall.com

হোম নেটওয়ার্ক তৈরি করবেন যেভাবে

বর্তমানে হোম নেটওয়ার্ক একটি জনপ্রিয় বিষয়। কেননা একটি নেটওয়ার্ক দিয়ে বাড়ির সকলেই ইন্টারনেট ব্যবহার করতে পারে একটি হোম নেটওয়ার্ক তৈরির মাধ্যমে। এই নেটওয়ার্ক তৈরি করতে  আপনার অবশ্যই  একটি ওয়্যারলেস রাউটার লাগবে। বাজারে বিভিন্ন মানের ১৫০, ৩০০, ৪৫০ এবং ১২০০ এমবিপিএস স্পিডের ১ / ২ অথবা ৩ এন্টেনার রাউটার পাওয়া যায়। সাধারণত ৩ থেকে ৪ জন মিলে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে ১৫০ কিংবা ৩০০ এমবিপিএস স্পিডের একটি রাউটারই যথেষ্ট। আর যদি অনেকজন মিলে একটি নেটওয়ার্ক শেয়ার করতে চান তাহলে ৪৫০ কিংবা ১২০০ এমবিপিএস স্পিড এর একটি রাউটার কিনুন। এবার রাউটারটি বাড়ির একদম মধ্য স্থানে রাখুন যেখান থেকে বাড়ির প্রতিটি কোনা সমান দূরত্বে থাকে।

 

ওয়্যারলেস রাউটারের মূল্য তালিকা

 

যা যা দরকারঃ

১। একটি ওয়্যারলেস রাউটার।

২। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন।

৩। একটি কম্পিউটার।

 

রাউটার সেটআপঃ প্রথমেই রাউটারে বিদ্যুৎ সংযোগ করে একটি ইন্টারনেট কানেকশন যেমন ব্রডব্যান্ড লাইন রাউটারের ওয়ান পোর্টে (WAN) কানেক্ট করে রাউটারটি চালু করে নিন। এবার আপনার কম্পিউটার থেকে রাউটার নেটওয়ার্কে ওয়াই-ফাই কানেক্ট করুন এবং একটি ওয়েব ব্রাউজার চালু করুন। এবার আপনার রাউটারের পেছনে থাকা আইপি এড্রেসটি আপনার ব্রাউজারের ইউআরএল বক্সে টাইপ করে এন্টার চাপুন। রাউটারগুলোর আইপি এড্রেস সাধারণত "১৯২.১৬৮.০.১" এরকম হয়ে থাকে। আইপি এড্রেসটিতে প্রবেশ করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড বক্স আসবে। এবার রাউটারের ইউজার ম্যানুয়াল দেখে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর সেখানে এডমিন প্যানেলে কিছু অপশন দেখতে পাবেন। এবার অপশন থেকে "কুইক সেটআপ" মেনুতে যান। এবার সেখানে "ইন্টারনেট এক্সেস" থেকে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করুন। এবার "Set The Dial Number.APN.Username And Password Manually" অপশনটিতে টিক চিহ্ন দিয়ে আপনার ব্রডব্যান্ড লাইনের ডায়াল আপ, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটন ক্লিক করুন। ইন্টারনেট কানেকশন ঠিক থাকলে কিছুক্ষণ পরই আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড প্রবেশের বক্স আসবে। এবার আপনার নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড দিয়ে সেটআপ করে নিন।

 

ওয়্যারলেস রাউটারের মূল্য তালিকা

 

বাড়িয়ে নিন আপনার ওয়াই-ফাই রাউটারের গতি

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 14, 2019
Reviews (1) Write a Review
Ikram hossain
Ikram hossain | 14 June 2019 11.29 PM
খুবই ভাল একটি আর্টিকেল , ধন্যবাদ !