bdstall.com

এন্ড্রয়েডে ইন্টারনাল মেমরি ফাকা রাখার পদ্ধতি

এন্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমরিতে ফাইল বেশি হয়ে গেলে অনেক সময়ই ফোনের অপারেটিং সিস্টেম ধীর হয়ে যায়। এ বিরক্তিকর ব্যাপারটি থেকে রক্ষা পেতে কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। অনেক সময় ফোনের বেশিরভাগ অ্যাপই কাজে লাগে না। এগুলো দিনের পর দিন ফোনে পড়ে থাকে। প্রথমেই এসকল অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইন্সটল করে ফেলুন। বড় বড় সাইজের গেইমগুলো ফোনের অনেক জায়গা দখল করে রাখে। যেমন এনএফএস, মডার্ন কমব্যাট, অ্যাসফল্ট ৮ ইত্যাদি। আপনার ফোনের ইন্টারনাল মেমরি যদি কম হয় তাহলে এসকল গেম এড়িয়ে চলাই ভালো। এছাড়াও আপনার ফোনে যদি মাইক্রো এসডি কার্ড থাকে তাহলে ফোনের ইন্টারনাল মেমরির ডাটাগুলো মেমরি কার্ডে স্থানান্তর করে রাখুন।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 09, 2016
Reviews (0) Write a Review